ইলিশের ভরা মৌসুম এখন। আবার এমন ভরা মৌসুমেও বাজারে ইলিশের অগ্নিমূল্য। এমন অগ্নিমূল্যের কারণে ইলিশের কদর বেড়ে গেছে। ইলিশ ধরতে সাগরে বোট নিয়ে শত শত জেলেরা কাটাচ্ছে বিনিদ্র রজনী। আবার কম পরিশ্রমে বেশি ইলিশ পেতে একশ্রেণির লুটেরা জেলে বেছে নিয়েছে ইলিশ ডাকাতির মত কাজ। অস্ত্রের মুখে অন্যের বোট জিম্মি করে ইলিশ লুট করে নিয়ে নেয় এরা।
১০ সেপ্টেম্বর শনিবার বঙ্গোপসাগরে ১৬টি নৌকা ডাকাতির ঘটনায় জড়িত থাকার ঘটনায় ১২ জনকে আটকের দাবি করেছে র্যাব-৭ চট্টগ্রাম। গত দুইদিন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযানে আটককৃতদের হেফাজতে থাকা ১টি বোট, ৩ হাজার পিস ইলিশ মাছ, মাছ ধরার বড় জাল, ৩টি ওয়ান শুটারগান, ১টি চাইনিজ কুড়াল, ১৬টি দা ও ছুরি, ১টি বাইনোকুলার, ৪টি টর্চ লাইট, ২টি চার্জ লাইট, ২টি হ্যান্ড মাইক, ৭০ টি মোবাইল ও নগদ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে র্যাব কর্মকর্তাদেরকে আটককৃতরা জানান, বোট নিয়ে সাগরে গিয়ে অল্প পরিমান মাছ পায় তারা। বোটের মালিক আনছার মেম্বার বোটের সদস্যদের কোন টাকা-পয়সা না দিয়ে তাদের আদেশ দেয় যে, মাছ ধরতে না পারলে ডাকাতি করে মাছ নিয়ে আসতে হবে। আনছার মেম্বার ও তার দলের মূল্য উদ্দেশ্য ছিল অল্প পরিশ্রমে অধিক মুনাফা লাভ করা। এজন্যই আনছার মেম্বার নিজের ছেলেকে ডাকাত সর্দার বানিয়ে বোট ডাকাতি করার জন্য সাগরে পাঠায়। ডাকাতরা পূর্বে ৯টি এবং বর্তমানে ৭টি সহ মোট ১৬টি বোট ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
আটককৃতরা হলেন- আনোয়ার, লিয়াকত, মনির, আবুল খায়ের, নবীর হোসেন, নেজাম উদ্দিন, হুমায়ুন, সাহেদ, সাদ্দাম, আতিক, এমরান, আমানউল্লাহ।
র্যাব-৭ কর্মকর্তা নুরুল আবছার জানান, ২৭ আগস্ট বঙ্গোপসাগরের চট্টগ্রাম এলাকায় ৯টি মাছ ধরার বোটে ডাকাতি সংঘটিত হয়। তদন্তে র্যাব জানতে পারে, ডাকাত দল ১টি বোট নিয়ে সাগরের বিভিন্ন বোটে ডাকাতি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব-৭ এর সমন্বয়ে গঠিত একটি টিম গভীর সমুদ্রে ৮ সেপ্টেম্বর বেলা ২টা থেকে ১০ সেপ্টেম্বর বেলা ২টা পর্যন্ত অভিযান চালিয়ে দস্যুতায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ১২জনকে আটক করতে সক্ষম হয় র্যাব-৭।
আসামি আনোয়ারের নামে ৩টিসহ অপর আসামিদের প্রতেত্যকের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় জলদস্যুতা, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা এবং অপহরণসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। আটককৃতদেরকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।