চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ফেসবুক পেজটি এখন অসহায় মানুষের সহায় হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে। এই ফেসবুক পেজটির কমেন্ট বক্সে সমাজের যে কোন শ্রেণী পেশার মানুষ সহায়তা লিখে পাঠালে সাথে সাথে সিএমপি পুলিশ কমিশনারের পক্ষ থেকে সাহায্য পৌঁছে যাচ্ছে আবেদনকারীর কাছে। এমনকি সিএমপি কমিশনার স্বশরীরে হাজির হয়ে আবেদনকারীকে পৌঁছে দিচ্ছেন সহায়তা।
তিন মেয়ের জন্য পড়ালেখার জন্য সাহায্যের আবেদন চেয়ে সিএমপি’র ফেসবুক পেজের কমেন্ট বক্সে আবেদন জানান এক মা। ওই কমেন্টে তিনি লিখেছিলেন, তিন মেয়ের পড়ালেখার খরচ চালাতে মানুষের কাছে হাত পাততে হচ্ছে। সেই অসহায় মায়ের কমেন্টটি চোখে পড়ার সাথে সাথে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় পুলিশ কর্মকর্তাদেরকে ঐ পরিবারের খোঁজ নিতে নির্দেশ দেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) ঐ তিন মেয়ের হাতে এক বছরের শিক্ষা উপকরণ ও এক বছরের শিক্ষাখরচ বাবদ নগদ অর্থ সহায়তা তুলে দেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। এ কার্যক্রমে সহায়তা করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।
সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, ডিসি (হেডকোয়ার্টারস) আব্দুল ওয়ারীশ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন প্রমুখ।