নীতির প্রশ্নে এ কে খান কখনো আপোষ করেননি

 নিজস্ব প্রতিনিধি |  শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২ |  ২:২০ অপরাহ্ণ
       

চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে শুক্রবার (৯ সেপ্টেম্বর )  বিকাল ৫টায় তোপখানা রোডস্থ সমিতি মিলনায়তনে ‘এ কে খান স্মারক-বক্তৃতা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্মারক-বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি।

সাবেক অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো।

অনুষ্ঠানে এ কে খান স্মারক-বক্তৃতা প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে খান অ্যান্ড কোং লিঃ এর পরিচালক জনাব এ কে শামসুদ্দিন খান। বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি জনাব আবু আলম চৌধুরী ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. আবদুল করিম।

প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি বলেন মরহুম এ কে খান শিক্ষা জীবন, কর্মজীবন ও ব্যবসা ও পারিবারিক জীবন সর্বক্ষেত্রে একজন সফল ব্যক্তি। তিনি সমাজের সকলের জন্য অনুকরণীয়। মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি সামাজিক কর্মকাণ্ডে একে খান পরিবারের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বেকারদের কর্মস্থানে একে খান পরিবারকে আরো অবদান রাখার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন একে খান শুধুমাত্র এদতঅঞ্চলে নয় সমগ্র ভারত বর্ষে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। নীতির প্রশ্নে তিনি কখনও আপোষ করেননি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেসবাহ উদ্দীন জঙ্গী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন খান, নাছির উদ্দিন, মোঃ আবদুল মাবুদ, এম. ওয়াহিদ উল্লাহ। মোঃ মহিউল ইসলাম মহিম, ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক, মোহাম্মদ নাছের (নাছির), মাহমুদ সালাহউদ্দীন চৌধুরী ও মোঃ গিয়াস উদ্দীন চৌধুরী,  এড. আনিচ উল মাওয়া (আরজু),মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), সৈয়দ আলম, আন্তর্জাতিক সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ডা. রেহেনা আক্তার, নির্বাহী সদস্য এম. সাইফুদ্দিন আহমদ (বাবুল), শফিকুর রহমান শফিক, মোহাম্মদ আব্দুল হালিম, মোঃ গিয়াস উদ্দীন, আবরাজ নুরুল আলম প্রমুখ।

ইমা