চান্দগাঁওয়ে বাস-টেম্পু সংঘর্ষে যুবক নিহত

 নিজস্ব প্রতিবেদক |  বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ |  ৬:৫১ অপরাহ্ণ
       

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় বাসের সঙ্গে টেম্পুর সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম রাজিব হোসেন (৩০)। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান বলেন, বাহির সিগন্যাল এলাকায় বাসের সঙ্গে টেম্পুর সংঘর্ষে এক যাত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।