চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
সোমবার(৫ সেপ্টেম্বর) ভোররাত দেড়টার দিকে উপজেলার কাপ্তাই সড়কের ঘাটচেক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিহত তৌহিদুল ইসলাম (১৮) রাঙ্গামাটি জেলার রফিকুল ইসলামের ছেলে। তৌহিদ রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ২নং ওয়ার্ড খন্ডলিয়া পাড়ায় নানার বাড়িতে থাকতেন।
রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিলকি জানান, নিহত তৌহিদুল ইসলাম মাইক্রোবাসের হেলপার ছিলেন এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দুর্ঘটনায় মাইক্রোবাসের অপর ৪ যাত্রী আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’আহতরা হলেন- দক্ষিণ রাজানগর ধামাইরহাট এলাকার আজিজুল হাকিম (১৯), মুরাদ বিন ইউছুপ (১৯), আশরাফুল করিম মিনহাজ (১৮) ও জকি (৮)।
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
ইমা