চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সম্মেলন

 গাজী জয়াল |  রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২ |  ১২:২৭ পূর্বাহ্ণ
       

চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সম্মেলন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজকে সভাপতি ও রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদারকে সাধারণ সম্পাদক মনোনীত করে চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাঈল হোসাইন সিনিয়র সহ সভাপতি ও এডভোকেট আলহাজ সৈয়দ মো. শাহেদ উল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।
এই উপলক্ষে শনিবার ( ৩ সেপ্টেম্বর) বিকেলে এস. এস নুর কমপ্লেক্সে কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাঈল হোসাইন। সেকান্দর হোসেন ও এস.এম শাহেদ উল্লাহ জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন আমীনুল ইসলাম, ফরিদুল আলম, আবদুর রহিম বাদশা, সিরাজ উদ্দিন চৌধুরী, আবিদ হোসেন মানু, সাইফুল ইসলাম খোকা, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, শফিউল আজম, সৈয়দ হোসেন কোম্পানী, এস.এম শহিদুল্লাহ রনি আমীনুল হক চৌধুরী, কামাল উদ্দিন, মো. রাশেদ, মো. সরোয়ার, ইমরুল কবীর রাশেদ, এস.এম আলী নেওয়াজ।
সভায় ১৫ উপজেলার চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি মালিকগণ উপস্থিত ছিলেন।

ইমা