কোতোয়ালী থানা ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

 নিজস্ব প্রতিবেদক |  শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২ |  ৮:১১ অপরাহ্ণ
       

কোতোয়ালী থানা ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড সমূহের তৃণমূল নেতৃবৃন্দের উদ্যেগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‌্যালী অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার বিকেলে আনন্দরকিল্লা মোড়ে থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আজিজ সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক ছাত্রনেতা পীরজাদা মু. মহরম হোসাইন।

প্রধান বক্তা ছিলেন, এড. সাজ্জাদ শরীফ রাসেল। বিশেষ অতিথি ছিলেন মহানগর সেচ্ছাসেবক লীগের সংগঠক মহিউদ্দিন আলীনূর (মাইনু), সাবেক ছাত্রনেতা রাশেদুল আলম, কামরুল আলম, সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন জুয়েল।

বক্তব্য রাখেন, মো.দেলোয়ার, মাসুদ পারভেজ, মো. তসলিম, মো. রাসেল, কোতোয়ালী থানা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক সুফ্রাত সামী, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আজগর হোসেন, উপ আইন বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাঈদ, সহসম্পাদক হাসনাইন সোহাগ, সদস্য মো. সাইফুল ইসলাম, ছাত্রনতা জাবেদ সহ অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মী।