অস্ত্র কেনাবেচা’ চক্রের ৩ সদস্য দুই দিনের রিমান্ডে

 নিজস্ব প্রতিবেদক |  বৃহস্পতিবার, আগস্ট ১২, ২০২১ |  ১০:৪৭ অপরাহ্ণ
       

চট্টগ্রামে গ্রেফতারকৃত অস্ত্র কেনাবেচা চক্রের ৩ সদস্যের দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আদালতে গ্রেফতার তিনজনের সাত দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক মেহেদী হাসান। গ্রেফতারকৃতরা হলেন- মো. কায়েস (২৩) পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের শোভনদণ্ডী এলাকার ২ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির মো. ফিরোজের ছেলে। নজরুল ইসলাম আনু (২৫) ডবলমুরিং থানার ২৭ নম্বর ওয়ার্ড সিডিএ ২৬ নম্বর বাদশা মিঞার বাড়ির সামছুল আলমের ছেলে ও সাজ্জাদ হোসেন সজীব (২৭) সদরঘাট থানার দারোগারহাট রোড পূর্ব মাদারবাড়ী, মুক্তিযোদ্ধা গলি লালু মিঞার বাড়ির লালু মিঞার ছেলে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বক্সিরহাট এলাকা থেকে মো. কায়েসকে ১টি দেশি এলজি, ১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। তার সাথে জড়িত আরও ২ জনকে হালিশহর থেকে গ্রেফতার করা হয়।