এস আলম পাওয়ার প্লান্টের জলাশয়ে থেকে নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার

 বশির আলমামুন |  বৃহস্পতিবার, আগস্ট ১২, ২০২১ |  ৯:১৫ অপরাহ্ণ
       

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে নির্মাণাধীন এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জি কিন কুংওয়েন (৩৪) নামে নিখোঁজ শ্রমিক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ চীনা শ্রমিক ১১ আগষ্ট (বুধবার) সকালে নিখোঁজ হয়। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে কয়লা বিদ্যুৎ প্রকল্পের ভেতরে দক্ষিণাংশে একটি জলাশয় থেকে ওই চীনা শ্রমিকের লাশ উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার আকতার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে জলাশয়ে ওই চীনা নাগরিকের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকার লোকজন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ বলেন, ‘সকালে প্রকল্প এলাকার পাশে জলাশয় থেকে নিখোঁজ শ্রমিকের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিদেশী এ শ্রমিকের কিভাবে মৃত্যু হল তা আমরা জানি না। পুলিশ এ ঘটনা তদন্ত করে দেখছে।
উল্লেখ্য, গত বুধবার সকালে ওই চীনা শ্রমিক সাগরপাড়ে পাইপলাইনের কাজে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎ কেন্দ্রের এক নিরাপত্তা কর্মী তাকে মাছ ধরতে দেখে ডেকে উপরে নিয়ে এসেছিলেন। এ সময় পাইপলাইনের কাজ শুরু করেন তিনি। এর পর তাঁকে আর কেউ বিদ্যুৎ কেন্দ্রে দেখেননি। খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বাঁশখালী থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন কর্তৃপক্ষ।
ছবি আছে