নোংরা পরিবেশে খাবার তৈরি করায় বোয়ালখালীতে ৪ বেকারিকে জরিমানা

 এম.জাহিদ হাসান,বোয়ালখালী প্রতিনিধি |  শনিবার, জুলাই ৩০, ২০২২ |  ৫:২৩ অপরাহ্ণ
       

বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।

শনিবার(৩০ জুলাই) বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর বিভিন্ন ধারায় ঢাকা বেকারীকে ৫০০০ টাকা, শাহ্ আমানত বেকারীকে ৫০০০টাকা, উৎসব বেকারীকে – ১০০০০ টাকা, দরবার বেকারীকে ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং বিছমিল্লাহ বেকারীকে উৎপাদন বন্ধ করে দিয়ে সিলগালা করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন বলেন, সুস্থ থাকতে স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণের বিকল্প নেই।সকল বেকারি প্রতিনিধিকে স্বাস্থ্য সম্মত পরিবেশে খাবার উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে।

ইমা