জাহাজের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক |  বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ |  ৪:২৭ অপরাহ্ণ
       

আনোয়ারা উপকূলে জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজ আবদুর রশিদ (৪০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহত রশিদ কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়ার বাসিন্দা।

বুধবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আনোয়ারা বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাগরে ভাসমান অবস্থায় আবদুর রশিদ নামে এক জেলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে মো. হারুন নামে আরও এক জেলে এখনো নিখোঁজ রয়েছে।

জেবি