হালিশহরে ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক |  বুধবার, আগস্ট ১১, ২০২১ |  ১০:৫২ অপরাহ্ণ
       

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি ছয়তলা ভবন থেকে পড়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে নগরের হালিশহর থানার ‘কে ব্লক’ এলাকায় ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে তানজিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ওই শিক্ষার্থী মো. মেহেদী (৭) এর মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, হালিশহর ‘কে ব্লক’ এলাকায় তানজিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. মেহেদী ছয় তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে তাকে অন্যান্যরা উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।