দেশীয় তৈরি চোলাই মদ পাচারকালে দশ মাদক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী ফরিদা বেগম (৫০) সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন রাউজান থানা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী ফরিদা বেগম রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ইছাখালী এলাকার আদিলপুরের আনোয়ার হোসেনের স্ত্রী। অন্যরা হলেন একই গ্রামের ওমর ফারুকের স্ত্রী ঊর্মি আকতার (২৫), মৃত আবুল কালামের পুত্র মো. বেলাল (৩৭)।
শনিবার (২৩ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই অজয় দে জানান, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটস্থ মার্কেন্টাইল ব্যাংকে সম্মুখে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিক্সায় তাল্লাশি চালিয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাদের আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত ফরিদা বেগমের বিরুদ্ধে সিএমপি কোতোয়ালি, ডবলমুরিং, চান্দগাও সহ রাউজান, রাঙ্গুনীয়া থানায় ১০ টি মাদক মামলা রয়েছে। সে একজন মূলত পেশাদার মাদক ব্যবসায়ী।
ইমা