চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের আজীবনের জন্য বহিস্কার করা হবে। শনিবার (২৩ জুলাই) দুপুরে চবির ৩৪তম বার্ষিক সিনেট সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ ঘোষণা দেন।
অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, এ ঘটনায় আমরা সবাই মর্মাহত। ঘটনার পর থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এর বিচার নিশ্চিত করার। ইতিমধ্যে ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো আমরা। এছাড়া অভিযুক্তদের আজীবনের জন্য বহিস্কার করা হবে।
গত ১৭ জুলাই চবির এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় ২২ জুলাই রাতে অভিযান চালিয়ে নিপীড়নের মূল হোতাসহ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৪ জনকে গ্রেফতার করে র্যা ব।