বরিশালে বা‌সের ধাক্কায় মাই‌ক্রোবা‌সের ৫ আরোহী নিহত

 বরিশাল প্রতিনিধি |  বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২ |  ৪:৩৩ অপরাহ্ণ
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
       

ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে বা‌সের ধাক্কায় মাই‌ক্রোবা‌সের ৫ জন আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে ঢাকা ব‌রিশাল মহাসড়‌কে নতুন শিকারপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান ও নুরুল আমিন। এরা সবাই গাজীপু‌রের কোনাবা‌ড়ি এলাকার বা‌সিন্দা।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন দুর্ঘটনার বিষয়ে জানান, পটুয়াখালী থে‌কে ঢাকা যা‌চ্ছি‌ল মোল্লাহ পরিবহনের এক‌টি বাস এবং ঢাকা থে‌কে ব‌রিশা‌লের দি‌কে যা‌চ্ছি‌লো এক‌টি যাত্রীবা‌হী মাইক্রোবাস।

উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এলে মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়। এসময়ে বিপরীত দিক থেকে আসা মোল্লাহ ট্রাভেলসের বাসটি ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবা‌সের একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে আরও ৪ জনের মৃত্যু হয়।

তি‌নি ব‌লেন, বা‌সের চালক বা হেলপার কাউ‌কেই আটক করা যায়‌নি, ত‌বে বাস ও মাই‌ক্রোবাস দু‌টি পু‌লিশ হেফাজ‌তে র‌য়ে‌ছে।

জেবি