মাদক মামলায় ফের দুই দিনের রিমান্ডের আদেশ শুনে আদালতে কান্নায় ভেঙে পড়ে ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি অভিযোগ করেছেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
রাজধানীর বনানী থানায় থানার মাদকের মামলায় চারদিনের রিমান্ড শেষে আজ (১০ আগস্ট) আদালতে হাজির করা হয়েছিল পরীমনিকে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে রিমান্ড পরবর্তী শুনানি হয়। এসময় কাঠগোড়ায় দাঁড়িয়ে কাঁদতে দেখা যায় চিত্রনায়িকা পরীমণি। শুনানিকালে তিনি বারবারই তার আইনজীবীর দিকে তাকিয়ে কাঁদছিলেন।
শুনানি শেষে চিত্রনায়িকা পরীমনিকে আদালত থেকে নিয়ে যাওয়ার পথে তাকে বাইরে আনা হলে অপেক্ষমাণ সাংবাদিকদের দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি।
আদালত থেকে বের হওয়ার সময় চিৎকার দিয়ে সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, আপনারা মিডিয়ার লোকরা কি করছেন? আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে।