চসিককে সাংসদ ফজলে করিম চৌধুরী’র অক্সিজেন কনসোলেটর প্রদান

 নিজস্ব প্রতিবেদক |  সোমবার, আগস্ট ৯, ২০২১ |  ১১:৪৫ অপরাহ্ণ
       

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর কাছে জাতীয় সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরীর পক্ষে স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি জহর লাল হাজারী চসিক আইসোলেশন সেন্টারের জন্য একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় অক্সিজেন কনসোলেটর হস্তান্তর করেন।
অক্সিজেন কনসোলেটর গ্রহণকালে মেয়র বলেন, করোনার আক্রান্ত রোগিদের সেবায় এ ধরণের মহতি উদ্যোগ প্রশংসনীয়।
তিনি বলেন, দুযোর্গকালীন সময়ে সমাজের বিত্তবান ও দায়িত্বশীলরা যদি এগিয়ে আসেন তাহলে সাধারণ জনগণ অনেক উপকৃত হন। মেয়র করোনার অতিমারিতে সর্বস্তরের নাগরিকদের স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানান।
এ সময় ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মো. মোবারক আলী, পুলক খাস্তগীর, সমাজসেবক সত্যজিৎ চৌধুরী টুলু উপস্থিত ছিলেন।