মিরসরাইয়ে ইস্পাত কারখানা থেকে তাজা গ্রেনেড উদ্ধার
বশির আলমামুন
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)
লিমিটেডের কারখানা থেকে একটি তাজা গ্রেনেড উদ্ধার করেছে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট।
বুধবার (৮ জুলাই) বিকেলে গ্রেনেডটি পাওয়া গেলে রাতেই তা বিস্ফোরণ ঘটিয়ে বিপদমুক্ত করা
হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম।
তিনি জানান, বুধবার বিকেলে উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকায়
বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের কারখানায় গ্রেনেড সদৃশ্য একটি বস্তু দেখা যায় বলে খবর
পাই। পরে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এটিকে
তাজা গ্রেনেড বলে শনাক্ত করে। পরে কারখানার দক্ষিণে একটি খোলা মাঠে গ্রেনেডটির বিস্ফোরণ
ঘটানো হয়।