২০ হাজার লিটার ফার্নেস অয়েলভর্তি লরিসহ ৩ চোরাকারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
কর্ণফুলী উপজেলার শিকলবাহায় অভিযান চালিয়ে ২০ হাজার লিটার বিদেশি ফার্নেস অয়েলসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) ।
বুধবার (১৫ জুলাই) রাতে পরিচালিত এই অভিযানে দুটি ট্যাংক লরি ভর্তি ফার্নেস অয়েলসহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার তেলের বাজার মূল্য ৭০ লাখ ও জব্দকৃত ট্যাক লরি গাড়ির মূল্য ২ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
এই ফার্নেস অয়েল চট্টগ্রাম নগরীতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে গ্রেফতার ৩ চোরাকারবারি।
গ্রেফতার ৩ চোরাকারবারী হলেন- নগরীর কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটার মৃত মোজাফফর হোসেনের ছেলে জামাল হোসেন (৩৪), পাহাড়তলীর ১২ নং ওয়ার্ডের মৃত বেলায়েত খানের ছেলে মো. আলামিন (৩০) ও একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০)।
তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।